ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে জেল পলাতক বাংলাদেশি বন্দীর মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি জেল থেকে পালিয়ে যাওয়া দুই বাংলাদেশি বন্দীর মধ্যে বারাসত সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

পালিয়ে বাংলাদেশে আসার সময় যাত্রাপথে ট্রেন থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার লাশ সনাক্ত করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে মই বেয়ে পাঁচিল টপকে প্রেসিডেন্সি জেল থেকে পালিয়ে যান বাংলাদেশি দুই বন্দী মুহম্মদ সবুজ ও মুহম্মদ আলী মণ্ডল। ভারতে অনুপ্রবেশ ও ডাকাতির মামলায় তারা বিচারাধীন ছিলেন। পালানোর ঘটনার পর তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর ও কারা বিভাগের একটি দল। পাঁচ দিন পর বারাসত হাসপাতালে সবুজের মৃতদেহ সনাক্ত করা হয়।

রেল পুলিশ জিআরপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত ও কাজিপাড়া স্টেশনের মাঝমাঝি স্থানে ট্রেন থেকে পড়ে আহত হন এক ব্যক্তি। স্থানীয়রা তাকে বারাসত সদর হাসপাতালে ভর্তি করে। সেদিনই রাত ১০টা নাগাদ তার মৃত্যু হয়।

শনিবার হেস্টিংস থানার পুলিশ ও জেল কর্তৃপক্ষ হাসপাতালে গিয়ে লাশটি পলাতক বন্দী ম‍ুহম্মদ সবুজের বলে সনাক্ত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বনগাঁগামী লোকাল ট্রেনে উঠেছিলেন মুহম্মদ সবুজ। অপর পলাতক বন্দী মুহম্মদ আলীর কোনো খোঁজ এখনো মেলেনি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।