ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১২

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন হল শনিবার। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল যৌথভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



এদিন জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো ঘুরে দেখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয় নারায়ণ পটেল৷ সঙ্গে ছিলেন হাইকোর্টের আরও চার জন বিচারপতি৷

জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোতেই অস্থায়ীভাবে শুরু হবে সার্কিট বেঞ্চের কাজ৷ পরিদর্শনের পর অস্থায়ী কাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি৷

নতুন ভবনের নির্মাণ শুরু হওয়ার পর অস্থায়ী ভবনে সার্কিট বেঞ্চের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই অস্থায়ী ভবনের পরিকাঠামো তৈরি হয়ে গেছে।

জলপাইগুড়ি থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফ্ল্যাড লাইট ও খাদ্য দফতরের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

৫ দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে এদিনই কলকাতায় ফেরার কথা তার।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।