ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজনৈতিক পরিবেশ ফিরলে পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী টাটা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২

কলকাতা: রাজনৈতিক পরিবেশ বন্ধুত্বপূর্ণ হলে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে রাজি টাটা। এমনকি ছোট গাড়ির কারখানাও করতে পারে তারা।



কলকাতায় টাটার এক সংস্থার বার্ষিক সাধারণ সভায় এসে সংস্থার চেয়ারম্যান রতন টাটা এ কথা জানান।

সিঙ্গুর নিয়ে সরাসরি কোনো কথা না বললেও রতন টাটা কোম্পানির এই বৈঠকে সরাসরি এ রাজ্যে বিনিয়োগের প্রসঙ্গ টেনে আনেন এবং ছোট গাড়ির কারখানা সম্পর্কে এখনও যে তার আগ্রহ রয়েছে, সে কথাও বুঝিয়ে দিয়েছেন।

কিন্তু তার স্পষ্ট বক্তব্য, এজন্য পশ্চিমবঙ্গে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ দরকার, প্রয়োজন বন্ধুত্বপূর্ণ পরিবেশ। কিন্তু তা যে পশ্চিমবঙ্গে এখন নেই সেকথা রতন টাটা সরাসরিই জানিয়েছেন। কি পরিস্থিতিতে সিঙ্গুরে প্রায় তৈরি হয়ে যাওয়া টাটা মোটরসের কারখানা ফেলে রেখে তাদের চলে যেতে হয়েছিল তাও উল্লেখ করেছেন রতন টাটা।

যে রাজনৈতিক বিরোধিতা এরজন্য দায়ী, সেই পরিবেশ এখনও রয়েছে বলেই মনে করেন রতন টাটা।

উল্লেখ্য, সিঙ্গুর প্রকল্পের জমির প্রশ্নে হাইকোর্টের রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে চলছে। এমনকি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশে হাইকোর্টের রায়কে বহালও রেখেছে।

এ অবস্থায় রতন টাটার এ বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। তাহলে সিঙ্গুর সম্পর্কে মনোভাব কি?

রতন টাটার সাবধানী বক্তব্য, রাজ্য সরকার কি চাইছে তার ওপরই সব নির্ভর করছে। নির্ভর করছে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকছে কি না তার ওপর।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর০২, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।