ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘কংগ্রেস এবং বিজেপি ম্যাচ ফিক্সিংয়ের রাজনীতি করছে’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  কংগ্রেস এবং বিজেপি দেশে ম্যাচ ফিক্সিংয়ের রাজনীতি করছে বলে অভিযোগ তুললেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। তার দাবি, দু’টি দলই সাম্রাজ্যবাদকে ভারতের মাটিতে মদত দিচ্ছে।

দেশের সম্পদ লুট করছে।

শনিবার সন্ধ্যায় আগরতলায় এক আলোচনা চক্রে অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী (র) প্রথম সাধারণ সম্পাদক কমরেড পি সুন্দরাইয়ার জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাতে এদিন টাউন হলে এ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের শনিবার দ্বিতীয় দিন। আজকের আলোচনার বিষয় – ‘পি সুন্দরাইয়ার শিক্ষার আলোকে বিশ্ব সাম্রাজ্যবাদের নয়া কৌশলের বিরুদ্ধে গণ-সংগ্রাম শক্তিশালী কর’।

সীতারাম ইয়েচুরি বলেন, “সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক মাত্র লড়াই করছে বামপন্থিরা। তাই বামপন্থিরা আক্রান্ত। তাদের নজর এখন ত্রিপুরার দিকে। যে কোন মূল্যে তারা ত্রিপুরা থেকে বামপন্থিদের হটাতে চাইছে। ”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিতারাম ইয়েচুরী বলেন, “সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী শক্তি পশ্চিমবঙ্গ ও কেরলায় বাম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ত্রিপুরায় আবার আগামী দিনে বামফ্রন্ট সরকার আসবে এবং পশ্চিমবঙ্গ, কেরালায়ও বামপন্থি আন্দোলনকে আরও শক্তিশালি করতে হবে। ”

সীতারাম ইয়েচুরি বলেন, “৮০ কোটি মানুষ আমাদের দেশের মধ্যে ২০ টাকা খরচ করতে পারে না। ভারতকে দু’ভাবে বিভক্ত করে ফেলেছে। একটা হচ্ছে ধনিদের ভারত, একটা হচ্ছে গরীবদের ভারত। সারা বিশ্বের বড় লোকদের মধ্যে আমাদের দেশও ৫৪ জন ধনী রয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই আপাততঃ।

কংগ্রেস বিজেপি ম্যাচ ফিক্সিং করছে। দেশের সম্পদ লুট করছে যারা তাদের মদত দিচ্ছে। আবার সংসদ অচল করে কাজক্রমে বাধা দিচ্ছে। যাতে দেশের মানুষ এই দুর্নীতি জানতে না পারে। বামপন্থির মূল কথা সাংসদ চলতে দেওয়া হোক। টু জি লাইসেন্স এবং কয়লা বণ্টন ব্যবস্থার মধ্যেও লুটেপুটে খাচ্ছে ওরা। ”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য সিতারাম ইয়েচুরী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য সংস্কৃতি ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী অনিল সরকার, কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা, সি পি আই এমের মুখপাত্র গৌতম দাস, সি পি আই এমের রাজ্য সম্পাদক বিজন ধর, কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।