ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্রভারতীতে শুরু হল বাংলাদেশ বইমেলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
রবীন্দ্রভারতীতে শুরু হল বাংলাদেশ বইমেলা

কলকাতা : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলকাতার বিটি রোডের মরকত কুঞ্জ ক্যাম্পাসে সোমবার থেকে শুরু হল বাংলাদেশ বইমেলা।

এদিন এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনার আবিদা ইসলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী প্রমুখ।

এই বইমেলায় কলকাতায় বাংলাদেশের বই আমদানীকারক ৩টি প্রতিষ্ঠান নয়া উদ্যোগ, রাজু বুক স্টোর্স ও প্যারাগন এন্টারপ্রাইজ অংশ নিয়েছে।

উদ্বোধনী ভাষণে ব্রাত্য বসু বলেন, কলকাতার পাঠক সমাজে একাধিক বাংলাদেশি লেখকের অবস্থান অনেক উচুঁতে। অবশ্যই সদ্য প্রয়াত হুমায়ূন আহমেদ, তার জনপ্রিয়তা ঢাকার থেকে এথানে কম নয়।

আমাদের এথানে শিক্ষা প্রতিষ্টানের পাঠ্যসূচিতে বাংলাদেশি লেখকদের রচনা পাঠ্য রয়েছে। এই বইমেলা এককভাবে বাংলাদেশের বইকে পাঠককে খুঁজে নিতে সাহায্য করবে।

আবিদা ইসলাম বলেন, স্বল্প সময়ের মধ্যে এই বইমেলার উদ্যোগ গ্রহণ করার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানাই। এই বইমেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের প্রকাশনার পরিচিত ঘটবে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের বই এর ভালো চাহিদা আছে। তার কারণেই এই বই মেলা।

সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, এখানে মোট ৩টি স্টলসহ রবীন্দ্রভারতীর প্রকাশনা বিভাগের একটি স্টল আছে। বিগত ৪০ বছরে বাংলাদেশ বাংলা ভাষায় বই প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছে। তাদের এই কাজ আমাদের অনুপ্রানিত করে। এই ধরণের বই মেলা আমাদের সমৃদ্ধ করবে।

বাংলাদেশ সময় : ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।