ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডেঙ্গু নিয়ে অপপ্রচার চলছে- মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২
ডেঙ্গু নিয়ে অপপ্রচার চলছে- মমতা

কলকাতা: মশা বাহিত রোগ ডেঙ্গু নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়৷ ডেঙ্গুর আতঙ্ক বাড়ছে৷বাড়ছে প্রকোপ, আক্রান্তের সংখ্যা৷কিন্তু এসব মানতে নারাজ রাজ্য সরকার।

সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ডেঙ্গু নিয়ে অপপ্রচার হচ্ছে৷রাজ্যে এখনও পর্যন্ত ৩ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে৷অপপ্রচার করবেন না৷ বিস্তারিত তথ্য নিয়ে মঙ্গলবার যা বলার তিনি বলবেন৷

তবে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র৷রাজ্য সরকারের শরিক কংগ্রেসের অভিযোগ, ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা সামনে আনছে না প্রশাসন৷ যদিও সরকারের তরফে একাধিক মন্ত্রী এই অভিযোগ বার বার অস্বীকার করেছেন৷ এবার মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷

এদিকে, ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে ব্যবসা করছে কর্পোরেট সংস্থাগুলি, চাঞ্চল্যকর এই  দাবি করেছেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি৷ ডেঙ্গু প্রাকৃতিক নিয়মে হয়, সাফাই পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের৷

এই মন্তব্য ঘিরে সমালোচনা করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর কটাক্ষ, ডেঙ্গু সংক্রান্ত খবর জানালে আতঙ্ক ছড়ায় না৷ খবর জানানোর ক্ষেত্রে দ্বিধা থাকলেই আতঙ্ক ছড়ায়৷

কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের মতে, সমস্যার গুরুত্ব না বুঝেই এই বক্তব্য রেখেছেন শাসক দলের প্রতিনিধিরা৷

রাজ্যে ডেঙ্গু রাজ্যে আক্রান্তের সংখ্যা দু`হাজার ছুঁইছুঁই।

নতুন করে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ২৪। যার মধ্যে কলকাতাতেই মারা গিয়েছেন ১৯ জন। যদিও সরকারি হিসেবে রাজ্যে মৃতের সংখ্যা ৭।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।