ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পাউরুটি সরবারহকারী শ্রমিকরা ধর্মঘটে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২

কলকাতা: অনির্দিষ্ট কালের জন্য সোমবার রাত থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার পাউরুটি সরবরাহকারী শ্রমিকরা।

কমিশন বাড়ানোর দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।



মূল্যবৃদ্ধির জেরে পাল্লা দিয়ে বেড়েছে পাউরুটির দাম। কলকাতায় পাউরুটি প্রস্তুতকারী ৩০টি সংস্থায় প্রায় ১০ হাজার সরবরাহকারী শ্রমিক কাজ করেন।

তাদের অভিযোগ, গত কয়েকদিনে পাউরুটির দাম এক লাফে বেশ খানিকটা বেড়ে গেলেও বাড়েনি সরবারহকারী শ্রমিকদের কমিশন।

এর পাশাপাশি বর্ষার মৌসুমে পাউরুটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু এর খেসারাত গুনতে হয় পাউরুটি সরবারহকারী শ্রমিকদেরই। নষ্ট হয়ে যাওয়া পাউরুটির দাম, সরবরাহকারী শ্রমিকদের কমিশন থেকেই কেটে নেন বেকারি মালিকরা।

বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসেছে বিভিন্ন বেকারি শ্রমিক ইউনিয়ন। কিন্তু মেলেনি কোনো সমাধান। তাই বাধ্য হয়েই তারা ধর্মঘটের পথে নেমেছেন বলে দাবি করেছেন পাউরুটি  সরবরাহকারী শ্রমিকরা।

ইতোমধ্যেই দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চলে এদিন রাতেই বন্ধ হয়েছে পাউরুটি সরবারহ। এরকম চলতে থাকলে খুব গিগগিরই গোটা কলকাতা জুড়ে দোকানে দোকানে পাউরুটি পৌছানো বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, কলকাতায় বর্তমানে হাফ পাউন্ড ৬ রুপি ও এক পাউন্ড পাউরুটি ১২ রুপিতে বিক্রি হয়।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।