ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রশাসনিক তৎপরতা শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ২০১৩ সালের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা শুরু করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।  

মঙ্গলবার মহাকরণে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে বিধানসভা ভোট হবে যথা সময়েই।

নির্বাচন কমিশন ভোটগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

গত কয়েক দিন ধরে রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আনা নিয়ে তীব্র জল্পনা-কল্পনা চলছে। বিরোধী শিবির থেকে দাবি করা হচ্ছিল, সরকার বিধানসভা ভোট এগিয়ে আনতে চাইছে।

কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্যের পর এটা পরিষ্কার হয়েছে যে, নির্বাচন এগিয়ে আনার কোনো চিন্তা-ভাবনা রাজ্য সরকারের নেই। যথাসময়ে ভোট হবে মানে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা ভোট হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা জানিয়েছেন, ভোটার তালিকা তৈরির কাজ শুরু হতে যাচ্ছে রাজ্যে। আগামী ১ অক্টোবর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।

২০১৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স আঠারো বা তার বেশি হবে তারাই ভোট দিতে পারবেন। তাদের নামই তোলা হবে ভোটার তালিকায়। ২০১৩ সালের ১ জানুয়ারিকে বিধানসভা ভোটের জন্য ভিত্তি বছর ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪,২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।