ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাড়তে পারে জ্বালানি তেল, গ্যাস ও কেরোসিনের দাম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২

নয়াদিল্লি: ভারতে শুক্রবার থেকে বাড়তে পারে জ্বালানি তেল, গ্যাস ও কেরোসিনের দাম।

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, লিটারপ্রতি ৩ রুপি বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম।

রান্নার গ্যাসের দাম বাড়তে পারে সিলিন্ডার প্রতি ৮০ রুপি। বাড়তে পারে কেরোসিনের দামও।  

সূত্রটি আরও জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে জ্বালানিতে ভর্তুকি দেওয়ার মতো অর্থ আর নেই। তাই এ পরিস্থিতিতে দাম বৃদ্ধি প্রায় অবশ্যম্ভাবী বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রকের এক শীর্ষকর্তা।

২০০১ সাল থেকে ভারতে ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়েনি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর দাবি, ডিজেল এবং রান্না করতে ব্যবহৃত জ্বালানিতে প্রতিদিন তাদের প্রায় ৫৮০ কোটি রুপি ক্ষতি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।