ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্তর্জাতিক জলসীমায় নজরদারি বাড়াচ্ছে ভারত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২

কলকাতা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা বরাবর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ফ্রেজারগঞ্জে নতুন একটি কোস্টগার্ড স্টেশন তৈরি করা হচ্ছে। নতুন এই স্টেশনটি নিয়ন্ত্রিত হবে হলদিয়া ভারতীয় কোস্টগার্ডের সদর দফতর থেকে।



বুধবার রাজ্যের কোস্টগার্ড কমাড্যান্ট অমিতাভ দাস এই সংবাদ দিয়ে বলেছেন, উত্তর-পূর্ব ভারতের উপকূল এলাকায় ও ভারত-বাংলাদেশ জলসীমায় অবাধ অনুপ্রবেশ রুখতেই এই নতুন কোস্টগার্ড স্টেশনটি গড়ে তোলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জে স্থান চিহ্নিত করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনে জলদস্যু সমস্যা ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে এই স্টেশনটিকে হোভার পোর্ট হিসেবে গড়ে তোলা হবে। এখানে দুটি হোভারক্র্যাফট রাখা হবে। হলদিয়ায় রাখা হবে আরো দুটি। বাংলাদেশ জলসীমায় নজরদারি চালানোর জন্য যুক্তরাজ্য থেকে একটি অত্যাধুনিক হোভারক্র্যাফট কিনেছে কোস্টগার্ড। এটি রাতেও কাজ করতে সক্ষম।

আরো জানা গেছে, পূর্ব ভারতের আন্তর্জাতিক জলসীমায় নজরদারী চালাতে রাজকিরণ নামে স্বয়ংক্রিয় কামান লাগানো টহলদারি জাহাজ হলদিয়া ফ্লিটে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ যোগ দেবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।