ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার প্রস্তাব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

কলকাতা: আগামী বছরের জানুয়ারির শেষে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে পঞ্চায়েত দফতর। আইনশৃঙ্খলার কারণে ৩ দফায় ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে।



পঞ্চায়েত ভোট কবে করা যেতে পারে দু`মাস আগে তা জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। তারই জবাবে বুধবার এই প্রস্তাব পাঠিয়েছে পঞ্চায়েত দফতর। তবে এ বিষয়ে চ‍ূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।