ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জারুলবাচাই গণহত্যা মামলার প্রধান অভিযুক্তের ফাঁসি বহাল হাইকোর্টে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): জারুলবাচাই গণহত্যা মামলার প্রধান অভিযুক্তের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে অশোক দেববর্মা ওরফে আচাক নামক ওই অভিযুক্তের সাজা বহাল রইল।

১৯৯৭ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে একদল সন্ত্রাসবাদী হামলে পড়ে জারুলবাচাই গ্রামের ওপর। ঘুমের মধ্যে গুলি চালিয়ে ১৩ জন নিরপরাধ মানুষকে খুন করেন তারা। পুরো গ্রাম জ্বালিয়ে দেন। নির্বিচারে লুটপাট চালান সেখানে।

সে ঘটনার প্রধান অভিযুক্ত ছিলেন অশোক দেববর্মা।

এ ঘটনায় পুলিশ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। কিন্তু তাদের মধ্যে ১১ জনই এখনও পলাতক।
পুলিস অশোক দেববর্মাসহ ৫ জনকে গ্রেফতার করে। ২০০৫ সালে দায়রা আদালত তাদের পাঁচ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত অশোক দেববর্মার ফাঁসির আদেশ দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন অশোক দেববর্মা।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।