ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় পেট্রোল ও ডিজেলের সংকট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজধানীতে পেট্রোল ও ডিজেলের সংকট দেখা দিয়েছে। কিন্তু হঠাৎ কি কারণে এ সংকট তা নিয়ে কেউ মুখ খুলছে না।



এদিকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইন ডিঙিয়ে তবে মিলছে এক লিটার তেল।
রাজধানীর পেট্রোল পাম্প অপারেটররা জানাচ্ছেন, সময়মত আসছে না পেট্রোলের ট্যাংকার। তাই সমস্যা হচ্ছে।

খাদ্য দপ্তরের আধিকারিকদের এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা কোন কথা বলতে চাইছেন না।

জানা গেছে, পেট্রোলের দাম বাড়তে পারে এ অনুমান থেকে পেট্রোল ডিলাররা তেল মজুদ করতে শুরু করেছেন।

আগামী সপ্তাহ থেকেই পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করার কথা থাকলেও এখনই তা করা হচ্ছে না বলে শুক্রবার মুম্বাইতে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি।

যদিও এর আগেই দিল্লীর রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল শুক্রবার সংসদের বাদল অধিবেশন শেষ হলেই বাড়তে চলেছে পেট্রোল, ডিজেল, কেরোসিনসহ রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে পেট্রোলের দাম পাঁচ টাকা বাড়ানোর কথা ছিল।

এদিকে ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়ানোর কথা ছিল আগামী সপ্তাহে। তবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম আপাতত বাড়ছে না বলে খবর মিলছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।