ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২ হাজার ২২৩ জন স্কুল শিক্ষক নিয়োগ পাচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজ্য সরকার ২ হাজার ২২৩ জনকে  স্কুল শিক্ষক নিয়োগ দিচ্ছে। এরজন্য প্রয়োজনীয় অনুমতিও দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।



রাজ্য প্রশাসনের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন এসব শিক্ষক নিয়োগ করা হবে চুক্তিবদ্ধ হিসাবে। কেন্দ্রীয় সর্বশিক্ষা অভিযান প্রকল্পে এই শিক্ষকদের নিয়োগ করা হবে।

যে ২ হজার ২২৩ জন শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে- তারা নিযুক্ত হবেন সঙ্গীত, কর্মশিক্ষা এবং ছবি আঁকার শিক্ষক হিসাবে।

কেন্দ্রীয় সর্বশিক্ষা প্রকল্পে স্কুল স্তরে সঙ্গীত, আর্ট এবং কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ করা বাধ্যতামূলক। পড়াশুনার বাইরেও এই তিনটি বিভাগে ছাত্রদের শিক্ষিত করে তুলতেই এই ব্যবস্থা রাখা হয়েছে।

প্রকল্প অনুযায়ী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে সব স্কুলে একশোর বেশি ছাত্র-ছাত্রী রয়েছে সেখানেই এই তিনটি বিষয়ের শিক্ষক নিয়োগ করা বাধ্যতামূলক। রাজ্যের ৭৪১টি স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একশোর বেশি ছাত্র-ছাত্রী রয়েছে।

কর্মকর্তা জানিয়েছেন, নবনিযুক্ত শিক্ষকদের  ৯০ শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। আর বাকি দশ শতাংশ ব্যয়ভার বহন করতে হবে রাজ্য সরকারকে।  

জানা গেছে রাজ্য সরকার কিছু দিনের মধ্যেই এই নিয়োগ চুড়ান্ত করতে চায়। কারণ সামনেই বিধান সভা নির্বাচন।

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।