ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিনবিঘায় পর্যটন কেন্দ্র করছে পশ্চিমবঙ্গ সরকার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২

শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি জেলার কুচলিবাড়ি থানার তিনবিঘা করিডোর সংলগ্ন এলাকাকে পর্যটন কেন্দ্ররূপে গড়ে তুলবে পশ্চিমবঙ্গ সরকার।

এ বিষয়ে তিনবিঘা পার্ক ঘিরে পর্যটনের দায়িত্ব নিতে আগ্রহী রাজ্যের বনমন্ত্রক।

বনমন্ত্রী হীতেন বর্মন বলেছেন, “তিনবিঘা করিডোর দেখতে দেশ-বিদেশের পর্যটকরা আসেন। পর্যটকরা তিনবিঘার ভৌগলিক অবস্থান দেখার পাশাপাশি যাতে ঘুরতে ও বিশ্রাম নিতে পারেন সেজন্য এই পার্কটিতে আমরা অত্যাধুনিকভাবে গড়ে তুলতে চাই।

এদিকে তিনবিঘাতে রাজ্য সরকার ২৫ লাখ রুপি ব্যয়ে আধুনিক অডিটোরিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মেখলিগঞ্জের বিডিও সপ্তর্ষি নাগ।

তিনি বলেন, “এখানে প্রায়শই ভারত-বাংলাদেশের আধিকারিক পর্যায়ের বৈঠক হয়। স্থানীয় প্রশাসনিক বৈঠকও হয়। এই বৈঠক কনফারেন্স রুম বা হল নেই। আন্তর্জাতিক স্তরের বৈঠক পর্যন্ত ফাঁকা মাঠে করতে হয়। ”

তিনি আরও বলেন, “এখানে আন্তর্জাতিকমানের ভিআইপিরা এলেও তাদের বিশ্রামের কোন কক্ষ নাই। এই অডিটোরিয়ামের সঙ্গে বিশ্রামকক্ষও গড়ে তোলা হবে। ”

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।