ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপদ্রুত এলাকা আইনের মেয়াদ আরও ছয় মাস বাড়ল ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): উপদ্রুত এলাকা আইনের মেয়াদ আরও ছয় মাস বাড়ল ত্রিপুরায়। শনিবার থেকেই তা কার্যকর হচ্ছে রাজ্যে।

এদিন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, যদিও রাজ্যে এখন শান্তি বিরাজ করছে তবু কোন ধরনের ঝুঁকি নিতে চায় না সরকার। যে কোন সময়ে সন্ত্রাসবাদীরা ঝামেলা করতে পারে। এসব চিন্তা করেই উপদ্রুত এলাকা আইন আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বর্তমানে রাজ্যের ৯৪ টি থানার মধ্যে ৪০ টি থানা এলাকায় উপদ্রুত এলাকা আইন জারি আছে। তার মধ্যে ৩৪ টি থানা এলাকায় সম্পূর্ণভাবে এবং ছয়টি থানা এলাকায় আংশিকভাবে এই আইন জারি রয়েছে।

এই আইনের আওতাও যে কোন সময়ে সামরিক ব্যবস্থা জারি হতে পারে ওই এলাকায়। তাছাড়া সাধারণ মানুষের চলাচলের উপরও জারি থাকে বেশ কিছু নিষেধাজ্ঞা। ১৯৯৭ সাল থেকেই রাজ্যে এ আইন জারি রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।