ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্তর্জাতিক জলসীমা দিয়ে জঙ্গিরা ভারতে আসছে :মনমোহন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
আন্তর্জাতিক জলসীমা দিয়ে জঙ্গিরা ভারতে আসছে :মনমোহন

নয়াদিল্লি : ডিজিপি এবং আইজিপিদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নয়াদিল্লিতে শনিবার এক আলোচনা সভার শেষ দিনে প্রধানমন্ত্রী মনমোহন সিং আন্তর্জাতিক জলসীমা দিয়ে জঙ্গিরা ভারতে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি এদিন তিনি জম্বু-কাশ্মীর সীমান্তেও অনুপ্রবেশের ঘটনা দিন দিন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন।



এদিন তিনি বলেন, সম্প্রতি জম্বু-কাশ্মীরে সফল অমরনাথ যাত্রার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন হয়েছে। জঙ্গিরা সন্ত্রাসের নতুন নতুন মাধ্যম ব্যবহার করছে, আমাদের এটাকে প্রতিহত করতে হবে।

সম্প্রতি আসামের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের ধর্মীয় বৈচিত্রকে কলুষিত করছে। দাঙ্গা প্রতিহত করতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়া প্রয়োজন।

ভারতের ৭টা রাজ্যে মাওবাদীদের ব্যাপকতা নিয়ে তিনি বলেন,এক্ষেত্রে আধা-সামরিক বাহিনীকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

মাওবাদী দমনে পুলিশের আরও উন্নত প্রশিক্ষণ, উন্নত যোগাযোগ এবং আধুনিক অস্ত্রের প্রয়োজন আছে বলে অভিমত দেন তিনি।

বাংলাদেশ সময় : ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।