ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক বুদ্ধদেবের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২

কলকাতা: এবার তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

রোববার হুগলী জেলার আরামবাগে দলীয় কর্মিসভায় এই বার্তাই দিলেন তিনি।

মানুষের হারানো আস্থা ফিরে পেতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করার জন্য কর্মীদের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, রাজ্য জুড়ে দলীয় কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন।

তিনি আত্মসমলোচনা করে বলেন,দলীয় নেতৃত্বের একাংশ, মানুষের সঙ্গে ব্যবহারে ভুল করেছেন ৷ বিরোধীদের কথা বলতে দেব না, এই অবস্থান নেওয়া মারাত্মক ভুল হয়েছিল৷

বুদ্ধদেব বলেন, বামফ্রন্ট পঞ্চায়েত ব্যবস্থায় বিপ্লব এনেছে। গ্রামাঞ্চলের চেহারা পাল্টে গেছে। মহাকরণ থেকে সরকার চলেনি। গ্রামে ক্ষমতা পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছিল বামফ্রন্ট সরকার।

বাম আমলের শিল্পনীতির পক্ষে সওয়াল করে তিনি বলেন, “কিছু ভুল হয়েছে আমাদের। শিল্পায়নের নীতি ভুল ছিল না। জমি অধিগ্রহণে ভুল হয়েছিল। মানুষকে ভুল বোঝানো হয়েছে। যারা আমাদের ছেড়ে গেলেন তাদের ফিরিয়ে আনতে হবে। শহরের গরিব, কৃষক, বস্তিবাসী মানুষদের ফিরিয়ে আনতে হবে। মানুষের বন্ধু হতে হবে। তবে ‍মানুষ বুঝতে পারবে আমরা ভুল শুধরে নিয়েছি। এছাড়া কোনও পথ নেই। ”

দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে বুদ্ধদেব বলেন, “মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করছেন বামপন্থীরা। গরিব মানুষ লালঝান্ডার পাশে আছে। লালঝান্ডার সঙ্গেই ছিলেন। তাদের ফিরিয়ে আনতে হবে। গণপ্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও আদর্শ ফুরিয়ে যায়নি। ”

রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি এদিন দুর্নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সরব হয়ে তিনি বলেন, “মনমোহন সিংয়ের নৌকা ফুটো। স্পেকট্রামের পর এবার কয়লা। যে দেশে ৭০ শতাংশ গরিব সেখানে জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে হবে। মনমোহন সরকার বড়লোক তৈরির সরকার। আমেরিকার মতো ধনীদের দেশেও মন্দা এসেছে। ব্যাঙ্কগুলি দেউলিয়া হয়ে গেছে। মনমোহন সিং সরকারের অবস্থা ভালো নয়। ”
 
এদিকে সভায় যোগ দিতে গিয়েই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তিনি কর্মিসভায় ঢোকার মুখে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সমর্থকরা ৷পাল্টা স্লোগান দেন সিপিএম কর্মী-সমর্থকরা ৷তৈরি হয় উত্তেজনা ৷শেষমেশ পুলিশ ব্যারিকেড করার পর তিনি রবীন্দ্রভবনে ঢোকেন ৷এরপর তার বক্তব্য রাখা সময় রবীন্দ্রভবনের বাইরে তৃণমূল সমর্থকরা তাকে উদ্দেশ্য করে জুতো প্রর্দশন করে স্লোগান দেয়।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
আরডি
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।