ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহন সিং-এর সম্পত্তির পরিমাণ ১০ কোটি রুপি!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর বর্তমানে সম্পত্তির পরিমাণ ১০ কোটি রুপিরও অধিক। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে।



এই জরিপে তিনি, মোট ১০ কেটি ৭৩ লক্ষ ৮৮ হাজার ৭৩০ রুপি ৮১ পয়সার সম্পত্তির হিসাব দিয়েছেন। গত বছর ২০১১ এই সম্পত্তির পরিমাণ ছিল ৫ কোটি রুপির কিছু বেশি।

চন্ডীগড় আর দিল্লিতে মোট ৭ কোটি ২৭ লাখ রুপি মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে প্রধানমন্ত্রীর। দেশের বিভিন্ন প্রান্তে `স্টেট ব্যাঙ্ক` গুলিতে তার মোট ৩ লাখ ৪৬ কোটি রুপি সঞ্চিত রয়েছে। এছাড়া একটি মারুতি ৮০০ সিসির মোটর গাড়িও আছে তার মালিকানায়।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
আরডি
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।