ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাষ্ট্রপতি প্রনব মুখারজীকে ত্রিপুরায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সোমবার মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখারজীর সঙ্গে দেখা করেন।

রাষ্ট্রপতি ভবনে গিয়েই তিনি দেখা করেন প্রণব মুখারজীর সাথে। প্রনব মুখারজী রাষ্ট্রপতি হবার পর এটাই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাত।

এদিন মুখ্যমন্ত্রীর প্রেস অফিসার জানিয়েছেন, দুজনের মধ্যে সাক্ষাত হয়েছে সৌজন্যমূলক। সেখানে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাষ্ট্রপতিকে ত্রিপুরায় আসার আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর সে আমন্ত্রণ গ্রহণ করেছে বলে খবর। তিনি আসবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, প্রণেব মুখারজী রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোর পর ভোট প্রচারে ত্রিপুরায় এসেছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৩৩ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।