ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত: সংবাদ প্রকাশে সাময়িক স্থগিতাদেশ দেবেন আদালত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ১১, ২০১২

নয়াদিল্লি: ভারতের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সংবাদ মাধ্যমের নির্দেশিকা বেঁধে দেওয়া নিয়ে মঙ্গলবার রায় দিলেন।

প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে ৫ সদস্যের একটি বেঞ্চ এদিন জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি আদালতে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশের আবেদন জানায়, তাহলে সাময়িকভাবে তা প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ দিতে পারেন আদালত।



তবে বিচারাধীন মামলার খবর নিয়ে সংবাদ মাধ্যমের ওপর কোনো নির্দেশিকা এদিন জারি করেননি সুপ্রিম কোর্ট।

রায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিজের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করলে তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। উপযুক্ত তথ্য পেলে সাময়িক নিষেধাজ্ঞার বিষয় বিবেচনা করা হবে।

এক্ষেত্রে, শুধুমাত্র হাইকোর্ট ও সু্প্রিমকোর্ট এই স্থগিতাদেশ জারি করতে পারবেন।

এর পাশাপাশি এদিন সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে ভারতের শীর্ষ আদালত বলেছে, একজন সাংবাদিকের নিজের সীমাবদ্ধতা সম্বন্ধে সচেতন থাকা উচিত,যাতে কোনোভাবেই বিষয়টি আদালত অবমাননার আওতায় না পড়ে এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ জারির মতো পরিস্থিতি তৈরি না হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।