ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ৩ মাওবাদী গ্রেফতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২

কলকাতা: নিহত মাওবাদী শীর্ষনেতা কিষেনজির ঘনিষ্ট ৩ মাওবাদী নেতাকে উত্তর কলকাতার টালা থানা এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

আটক ওই তিন নেতার নাম অভিষেক মুখার্জি, নীল এবং সমীর।

তারা ওই এলাকায় দীর্ঘদিন আত্মগোপন করে ছিল। তাদের কাছ থেকে বেশ কিছু গোপন নথি, আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে।

এসটিএফ সূত্রে জানা গেছে,  অভিষেক কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। ২০০৮ সাল থেকে মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েন তিনি। যৌথবাহিনির হাতে নিহত মাওবাদী শীর্ষ নেতা কিষেণজির ঘনিষ্ঠ ছিলেন অভিষেক।

মাওবাদীদের কলকাতা শহর কমিটির সম্পাদক ছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে মাওবাদী রাজ্য কমিটিরও সদস্য হন তিনি।

অভিষেককে পুলিশের হাত থেকে বাঁচাতে মাওবাদীদের তরফেই রটিয়ে দেওয়া হয় পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৷কলকাতায় মাওবাদীদের গোপন ডেরা থেকে বিভিন্ন মাওবাদী সংগঠনকে নিয়ন্ত্রণ করত অভিষেক ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী, কর্মীদের সঙ্গে মাও যোগাযোগের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে৷ অভিষেকের মাধ্যমেই এই যোগাযোগ গড়ে উঠেছে বলে দাবি পুলিশের ৷

অভিষেক ও তার ২ সঙ্গীকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। এসটিএফ  অভিষেককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ৷

বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।