ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাড়ল রান্নার গ্যাস ও ডিজেলের দাম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

নয়াদিল্লি: ভারতে বাড়ল রান্নার গ্যাস ও ডিজেলের দাম। এর পাশাপাশি পরিবার পিছু বাৎসরিক গ্যাস সিলিন্ডারের কোটা বেঁধে দেওয়া হল।



বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি৷ সেখানেই সিদ্ধান্ত হয় ডিজেলের দাম লিটার পিছু ৫ রুপি বাড়িয়ে দেওয়ার৷  

পাশাপাশি, এবার থেকে এক বছরে একটি পরিবার সর্বাধিক ৬টি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি রেটে  ৩৯৯ রুপি দামে পাবে৷ সপ্তম সিলিন্ডার থেকে বাজার দরে দাম দিতে হবে৷ এর ফলে, সপ্তম সিলিন্ডার থেকে দাম পড়বে প্রায় ৭৫০ রুপিতে৷

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে রান্নার গ্যাসের দাম প্রতি মাসে নির্ধারিত হবে৷

১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার পর থেকেই কার্যকর হবে এই নতুন দাম৷ এরফলে, কলকাতায় এবার থেকে লিটার প্রতি ৪৯ রুপি ৭৬ পয়সায় দরে ডিজেল কিনতে হবে৷ দিল্লিতে দাম ছিল ৪১ রুপি ৩২ পয়সা, তা হল ৪৬ রুপি ৩২ পয়সা৷ মুম্বাইয়ে লিটার প্রতি দাম ছিল ৪৬ রুপি ২৫, বেড়ে হল ৫১ রুপি ২৫৷ চেন্নাইয়ে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৪৩ রুপি ৯১ পয়সা, হল  ৪৮ রুপি ৯১ পয়সা ৷
    
এদিকে, এই মূল্যবৃদ্ধিতে তৃণমূলের বক্তব্য, তাদের অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এতে মর্মাহত। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রাস্তায় নামার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ডিজেলের দাম বাড়ায় কৃষকরা সমস্যায় পড়বেন৷ শুক্রবার বিকেল এর প্রতিবাদে ব্লকে-ব্লকে মিছিল করবে তৃণমূল। শনিবার কলকাতায় মিছিল হবে৷ সেই মিছিলে  নিজে হাঁটবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রধান বিরোধী দল বিজেপিও বলেছে, কেন্দ্রীয় সরকার পেট্রোল মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে, সাধারণ মানুষের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করল।

তীব্র সমালোচনা করেছে সিপিএমও৷ এই সিদ্ধান্তকে জনবিরোধী বলে অ্যাখ্যা দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের ফল কংগ্রেসকে ভুগতে হবে বলেও এদিন মন্তব্য করেন কারাট৷ এই সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নেবে না সিপিএম৷ জানিয়েছেন কারাট ৷

কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান
বসুও৷ সিপিআই নেতা ডি রাজার বক্তব্য, এই জনবিরোধী পদক্ষেপে মার খাবে সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।