ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন আলতামাস কবীর

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

নয়াদিল্লি : ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে ২ বাঙালির নির্বাচিত হওয়ার পর দেশের আরও একটি শীর্ষপদে দায়িত্ব নিতে চলেছেন একজন বাঙালি। ভারতের ৩৯তম প্রধান বিচারপতি হচ্ছেন পশ্চিমবঙ্গের আলতামাস কবীর।



আগামী ২৯ সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থালাভিসিক্ত হবেন তিনি।

১৯৪৮ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন আলতামাস কবীর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৩ সালের পয়লা আগস্ট কলকাতা হাইকোর্টে প্রাকটিস শুরু করেন কবীর।

১৭ বছর পর ১৯৯০-এর ৬ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হন। এরপর ২০০৫-এর ১১ জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন কবীর।

ওই বছরেরই মার্চ মাসে প্রথমে ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি এবং পরে ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনীত হন। ২০১০ সালের ১৪ জানুয়ারি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে নিযুক্ত হন কবীর।

কলকাতা হাইকোর্ট এবং সিটি সিভিল কোর্টের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কবীরের।

বাংলাদেশ সময় : ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।