ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

কলকাতা: ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পশ্চিমবঙ্গে বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের বাসমালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এ ধর্মঘটের শুরু করবে তারা।



শুক্রবার কলকাতায় এক বৈঠকের পর জয়েন্ট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নিলে তাদের পক্ষে কোনোভাবেই বাস চালানো সম্ভব নয়। ভাড়া না বাড়ালে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ৮৭ হাজার বাস রাস্তায় নামবে না।

এদিকে, ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে মিনিবাস মালিকদের সংগঠনও। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে তারা।

এ সময়ের মধ্যে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছে মিনিবাস মালিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।