ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫১ শতাংশ বিদেশি বিনিয়োগ, ভারতের শেয়ারবাজারে উর্ধ্বগতি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

নয়াদিল্লি: বিরোধী দল ও সরকারের শরিকদের চরম বিরোধিতার মধ্যেও আর্থিক সংস্কারের পথে বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার৷ বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ৫১ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে শুক্রবার।

এর পাশাপাশি দীর্ঘ ৭ মাস পরে শেয়ারবাজারের উর্ধ্বগতি দেখা দিয়েছে।



কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বৈঠক সূত্রে জানা গেছে, বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ৫১ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের সিদ্ধান্ত কার্যকর করবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে রাজ্য সরকারগুলোর হাতে৷

এছাড়াও বেসামরিক বিমান পরিবহনেও ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগে সম্মতিও দেওয়া হয়েছে। এর ফলে বিদেশি বিমান সংস্থাগুলো এবার ভারতীয় বিমান সংস্থায় বিনিয়োগ করতে পারবে৷

এর পাশাপাশি রাষ্ট্রায়াত্ব সংস্থাগুলোর বেসরকারিকরণের লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪টি রাষ্ট্রায়ত্ব সংস্থায়ও লগ্নিকরণে অনুমতি দেওয়া হয়েছে।

এ সংস্থাগুলোর শেয়ার বিক্রি করে ১৫ হাজার কোটি রুপি ভারত সরকারের তহবিলে আসবে। সংস্থাগুলো হল ওয়েল ইন্ডিয়া (১০ শতাংশ), এমএমটিসি(৯.৩৩), ন্যালকো (১২.১৫ শতাংশ), হিন্দুস্থান কপার (৯.৫৯ শতাংশ)।

বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এই মুহূর্তে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আলোড়ন সৃষ্টিকারী সংস্কারেরই দরকার ছিল। তাই দেশের আর্থিক সংস্কারের জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয়।

এদিকে শুক্রবারই শেয়ারবাজারে অনেকদিন পর উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে উঠতে থাকে শেয়ার সূচক৷ গত ৭ মাসের নিরিখে সেনসেক্স উঠেছে সবচেয়ে বেশি। দিনের শেষে সূচক ৪৪৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে বন্ধ হয় ১৮ হাজার ৪৬৪ পয়েন্টে৷

অন্যদিকে নিফটি ১৪২.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে  ৫ হাজার ৫৭৮ পয়েন্টে গিয়ে বন্ধ হয়৷

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।