ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডিজেল এবং রান্নার গ্যাসের ভর্তুকি তুলে দেওয়ার প্রতিবাদ বামপন্থীদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ডিজেল এবং রান্নার গ্যাসের ভর্তুকি তুলে দেওয়ার প্রতিবাদে পথে নেমেছেন ত্রিপুরা রাজ্যের বামপন্থীরা। শুক্রবার রাজ্যের প্রতিটি স্থানে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছেন বামপন্থীরা।



প্রবল চাপ সত্ত্বেও শেষ পর্যন্ত লিটার প্রতি ৫ টাকা  ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ত্রিপুরায় ডিজেলের দাম হয়েছে লিটার পিছু ৪৬ টাকা ১১ পয়সা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকরী হয়েছে নতুন দাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির ৭ রেসকোর্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটির বৈঠক বসে। সেই বৈঠকেই এ মূল্যবৃদ্ধির সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে বাড়ছে না কেরোসিন ও পেট্রোলের দাম।

তবে রান্নার গ্যাসের দাম না বাড়লেও সরকারি ভর্তুকি দানের ক্ষেত্রে কঠোর হয়েছে কেন্দ্র। পরিবার পিছু প্রতি বছর ভর্তুকিতে ছ`টি সিলিন্ডার দেবে সরকার। এর থেকে বেশি সিলিন্ডার কিনতে হবে বাজার দরে৷ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সিলিন্ডার প্রতি ৩৪৭ টাকা ভর্তুকি দেয়। ছ`টির বেশি সিলিন্ডারের ক্ষেত্রে সরকারি ভর্তুকি আংশিক না সামগ্রিক খর্ব করা হবে সে নিয়ে এখনো স্থির সিদ্ধান্ত হয়নি। তবে সরকার পুরোপুরি ভর্তুকি তুলে নিলে সপ্তম সিলিন্ডার থেকে ৭৪৮ টাকা পর্যন্ত দাম দিতে হতে পারে গ্রাহকদের।

সরকারের ডিজেলের দাম বাড়ার ফলে ১৯ হাজার কোটি টাকা এবং রান্নার গ্যাসে উর্ধ্বসীমা নির্ধারণের ফলে দুই হাজার কোটি টাকা সঞ্চয় হবে। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে রান্নার গ্যাসের দাম প্রতি মাসে নির্ধারিত হবে৷

এরই প্রতিবাদে রাজ্যের প্রতিটি জায়গায় তুমুল বিক্ষোভ দেখান বামপন্থীরা। হয়েছে মিছিল-সমাবেশও। বিভিন্ন সমাবেশে বামপন্থী নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার মানুষ মারার নীতি নিয়ে চলছে। গরিব মানুষের দিকে ফিরেও তাকাচ্ছে না। যার কারণে এমন সব সিদ্ধান্ত কার্যকর করছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।