ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হুমকি দিয়েও সরকারে কেন: মমতাকে কটাক্ষ শিবসেনার

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২

মুম্বাই: ভারতে ডিজেলের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি তুলে নেওয়া আর এফডিআই-এর বিপক্ষে এবার পথে নামল শিবসেনা। এই ইস্যুতে ইউপিএ-২ সরকারের শরিক তৃণমূল ও এনসিপির কড়া সমলোচনা করেছে তারা।



রোববার মুম্বাইতে সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে এক সমাবেশে শিবসেনার কার্যনির্বাহী সভাপতি উদ্ধব ঠাকরে, তার সঙ্গেই তৃণমূল, সমাজবাদী পার্টি আর এনসিপিকে ইউপিএ-২ থেকে সমর্থন প্রত্যাহার করতে বলেন।

এদিন উদ্ধব ঠাকরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, `` শুধু হুমকি না দিয়ে মমতার উচিত এখুনি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা। ``

তিনি আরও বলেন, “কেন্দ্রের এই সরকারকে সাধারণ মানুষ মোটেও আর বেশী দিন বরদাস্ত করবে না। ”

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।