ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২

কলকাতা: ভারতজুড়ে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহনমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকে সমাধান না মেলায় পশ্চিমবঙ্গ রাজ্যে বেঙ্গল বাস সিন্ডিকেট ও জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনেও চলছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগও অব্যাহত রয়েছে ।



আগের দিনের মতো মঙ্গলবার সকাল থেকেই শহরে নাজেহাল যাত্রীরা। স্কুল-কলেজ পড়ুয়া, অফিসযাত্রী থেকে সাধারণ যাত্রীদের জন্য রাস্তায় নেই পর্যাপ্ত বেসরকারি বাস ৷ হাতেগোনা যে দু’একটা সরকারি বাস চলছে, তাতেও বাদুড়ঝোলা ভিড় ৷ ভিড়ে ঠাসা মেট্রোও৷

সরকারি বাস পথে নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার কথা বলা হলেও বাস্তবে তার প্রভাব নেই। যেকটি সরকারি বাস রয়েছে তা পর্যাপ্ত নয়। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সর্বত্র একই ছবি ৷ সুযোগ বুঝে অটো, ট্যাক্সির ভাড়াও বেশ চড়া।

এদিনও পরিবহনমন্ত্রী মদন মিত্র ফের বাস মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন বাস না চালালে কড়া ব্যবস্থা নেবে সরকার।

এমনকি বাস তুলে নেওয়ার হুমকি দিয়ে পরিবহনমন্ত্রী বলেন, `সরকার চাইলে সব পারে। `

তবে এর পাশাপাশি ধর্মঘট তুলে নিলে এবং কোনো পূর্বশর্ত না থাকলে সরকার যে আলোচনায় বসতে রাজি সে কথাও জানান তিনি।

এদিকে, আগামী বৃহস্পতিবার থেকে ৩৭ হাজার বাসের পাশাপাশি সড়ক থেকে উধাও হতে চলেছে আড়াই হাজার মিনিবাস ও ৩৩ হাজার ট্যাক্সি। মিনিবাস ও ট্যাক্মির মালিকরাও ওই দিন থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামছেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।