ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মন্ত্রিসভার বৈঠক বয়কট করে মমতাকে পাল্টা জবাব কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২

কলকাতা: তৃণমূলের ইউপিএ-২ সরকারের থেকে  সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের পাল্টা জবাব দিল পশ্চিমবঙ্গ কংগ্রেস। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বয়কট করলেন কংগ্রেস মন্ত্রীরা ।



এদিন কলকাতার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি কংগ্রেসের দুই পূর্ণ মন্ত্রী আবু হেনা ও মানস ভুঁইঞা৷

রাজ্য কংগ্রেস সূত্রে জানা গেছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যাবেন কিনা প্রথমে আবু হেনা রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের কাছে ফোন করে জানতে চান৷ উত্তরে প্রদীপ ভট্টাচার্য জানান, কিছুক্ষণ পরে সেই সিদ্ধান্তের কথা জানাবেন৷

এরপরই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেস নেতা শাকিল আহমেদের সঙ্গে কথা বলেন রাজ্য কংগ্রেস সভাপতি৷ আপাতত বৈঠকে যোগ না দেওয়ার কথাই বলা হয়৷ সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার বৈঠক বয়কট করেন কংগ্রেসের ২ মন্ত্রী।

প্রদীপ ভট্টাচার্য এদিন বলেন, আপাতত এই সিদ্ধান্ত বহাল থাকলেও পরে হাইকমান্ডের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতের রূপরেখা ঠিক হবে৷

এদিকে, কংগ্রেসের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ওরা বয়কট করেছে, সেটা ওদের ব্যাপার৷ এটা করল না জানিয়ে৷ কোথা থেকে কার নির্দেশ করল জানি না৷ আমরা যা করেছি, তা সবটাই জানিয়ে করেছি৷ আমরা এখানে একক সংখ্যাগরিষ্ঠ৷ ওরা কী করবে, কী না করবে, ওরাই ঠিক করুক৷

রাজ্য কংগ্রেস নেতা মান্নান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ওনি এনডিএতে ফিরে যাবেন বলে ঠিক করেছেন। তাই এইসব করছেন। ওনি এখন পর্যন্ত বিজেপির বিরোধিতা করে একটিও কথা বলেননি।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।