ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে জামদানি মেলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের নারীদের মধ্য জামদানির শাড়ির ব্যাপক চাহিদার কথা ভেবে এবার কলকাতার পার্ক সার্কাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশ উপহাইকমিশন প্রাঙ্গণে শুরু হচ্ছে জামদানি মেলা।

আগামী বুধবার বিকাল সাড়ে ৫টায় সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এমপি ও পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।



এই মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ছাড়াও বিভিন্ন ধরনের পোশাক কিনতে পাওয়া যাবে বলে উপহাইকমিশনের তরফে জানানো হয়েছে।

প্রতিদিন এই মেলা বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। দর্শকরা প্রবেশ মূল্য ছাড়াই মেলায় আসতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।