ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চ্যাংরাবান্ধা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন শুরু বুধবার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২

শিলিগুড়ি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তে চ্যাংরাবান্ধা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের কাজ বুধবার থেকে শুরু হচ্ছে।

মেখিলগঞ্জের বিডিও সপ্তর্ষি নাগ মঙ্গলবার বাংলানিউজকে বলেন, “বাংলাদেশের সম্মতি পাওয়ার এ কাজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ওইদিন ল্যান্ডপোর্ট ডেভেলপমেন্ট কমিটি ও অন্যান্য সংস্থার সহযোগিতায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ”

তিনি বলেন, “এ স্থলবন্দরের জিরো পয়েন্টে তৈরি করা হবে একটি লোহার গেট। যাত্রীদের জন্য বিশ্রামাগার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারসহ অন্যান্য পরিষেবাও গড়ে তোলা হবে। ”

তিনি আরও বলেন, “গত ফেব্রুয়ারি মাসে এ কাজ করার সময় বাংলাদেশ আপত্তি জানায়। প্রায় ৭ মাস উন্নয়নের কাজ বন্ধ থাকে। চলে রাষ্ট্রীয় পর্যায়ে আলাপ-আলোচনা। অবশেষে সম্মতি পাওয়া গেছে। আর সময় নষ্ট না করে দ্রুত কাজ শুরু করা হচ্ছে। ”

এর জন্য সোমবার দুপুরে স্থলবন্দর পরিদর্শন করে বিডিও সপ্তর্ষি নাগ অবকাঠামো উন্নয়নের কাজস্থলগুলো চিহ্নত করে প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।