ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইউপিএ সরকারের বিরোধিতায় এবার বুদ্ধিজীবীদের নামালেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২

কলকাতা: দীর্ঘ ১৬ মাস বাদে ফের পথে নামলেন পরিবর্তনপন্থি বুদ্ধিজীবীরা।

এবারের ইস্যুতে খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে সভা করলেন তারা।



ইউপিএ ছাড়ার পর পরিবর্তনপন্থি বুদ্ধিজীবীদের কাছে রেলের বিভিন্ন কমিটি থেকে পদত্যাগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে রেলের কমিটি না ছাড়লেও, তার অনুরোধ মেনে ফের পথে নামেন এই বুদ্ধিজীবীরা। কতকটা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের ধাঁচেই এবার কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের পা মেলালেন পরিবর্তনপন্থিরা।

পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে এদিনের সভা হয়৷ টালিউডের তারকাদের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া, শিক্ষাসহ নানা জগতের প্রতিনিধিরাও৷

এদিনের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷ তবে মঞ্চে বক্তা হিসেবে নন, দর্শকের ভূমিকায়৷  পরিবর্তনপন্থি এদিন প্রত্যেকেই কেন্দ্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জির অবস্থানকে সমর্থন করেন৷ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, চিত্র পরিচালক গৌতম ঘোষ, সাবেক ফুটবলার বিদেশ বসু প্রমুখরা কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন৷

এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন টালিগঞ্জের একঝাঁক চিত্র তারকা। প্রতিবাদে এরা কেউ করলেন আবৃত্তি, কেউ বাংলা সিনেমার গান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’-র মতো রবীন্দ্র সংগীতের পাশাপাশি হালফিলের বাংলা সিনেমার গান ‘মনটা করে উড়ু উড়ু’-মতো গানও শোনা গেল প্রতিবাদ মঞ্চে৷

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
আরডি/সময়: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।