ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় নিহত ৩

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২

কলকাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গড়বেতায় পুরুলিয়ার পুলিশ সুপারের কনভয়ের গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া মারাত্মক চারজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বুধবার সকালে খড়গপুরের ডিআইজি দফতরে একটি বৈঠকে যোগ দিতে আসছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর। গড়বেতার রসকুন্ডুর মোড়ে হঠা‍ৎ একটি বাইক পাইলটকারের মুখোমুখি চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে কনভয়ের পাইলটকার রাস্তার পাশে বাসের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই নিহত হন এক ব্যক্তি। পুলিশ সূত্রে এসব জানা গেছে।

আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসার পথে এক নারীর ও গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এদিকে, গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা লাশ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন৷ এলাকায় একটি পুলিশ চৌকি বসানো এবং হতাহতদের ক্ষতিপূরণের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷ পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।