ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার পার্কস্ট্রিটে দেড় বছরের শিশুকে ধর্ষণ!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২

কলকাতা: ফের কলকাতার পার্ক স্ট্রিটে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এবার পার্ক স্ট্রিটের রয়েড স্ট্রিটে এক ফুটপাথবাসি নারীর দেড় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  ২৯ নম্বর রয়েড স্ট্রিটে ফুটপাথের বাসিন্দা এক নারী তার শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়েছিলেন মঙ্গলবার রাতে। বুধবার ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার শিশুকন্যা পাশে নেই। খোঁজ করে কিছুটা দূরে রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুকন্যাকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শিশুটি যৌন নিগ্রহের শিকার হয়েছে। শিশুকন্যাটিকে আশঙ্কাজনক অবস্থায় পার্ক স্ট্রিটেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনও।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনো মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিই এই ঘৃণ্য ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী আছে কি না, তা খোঁজ করার পাশাপাশি এলাকাবাসী, অন্য ফুটপাথবাসী এবং স্থানীয় দোকান মালিকদের থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে, মঙ্গলবার সন্ধ্যে কিংবা রাতের দিকে কোনো সন্দেহভাজন বা অস্বাভাবিক আচরণকারী ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে কি না?

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।