ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূর্বাঞ্চলের কৃষি নিয়ে মমতা-শারদ বৈঠক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২

কলকাতা: ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কৃষি ব্যবস্থা নিয়ে বুধবার কলকাতার টাউন হলে এক বৈঠক হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



এ অনুষ্ঠানে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যমন্ত্রীদের উপস্থিতির কথা থাকলেও তারা আসতে পারবেন না জানিয়ে দিয়েছেন। তার পরিবর্তে রাজ্যগুলোর কৃষিমন্ত্রীরা অংশ নেন।

ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কৃষির ওপরে জোর দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়। এছাড়া প্রথম সবুজ বিপ্লবের সুফল পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পৌঁছে দিতে এ সভার আয়োজন করা হয়েছে। এতে উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।