ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নয়, আগ্রায় বিনিয়োগকারীদের র্শীষ সম্মেলনের প্রস্তাবে বির্তক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২

কলকাতা: ভারতে বিনিয়োগকারীদের র্শীষ সম্মেলন কলকাতা থেকে স্থানান্তরিত করে আগ্রায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ বণিক সভা সিআইআই ও কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রক। তা নিয়ে শুরু হয়েছে বির্তক।

২০১৩ সালের ২৭-২৯ জানুয়ারি এ সম্মেলন হবে।

রাজনীতিক মহল মনে করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইউপিএ-২ সরকার থেকে সমর্থন তুলে নেওয়ায় এই খেসারত দিতে হল। অন্যদিকে উত্তরপ্রদেশ কেন্দ্রীয় সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ায় তারা এই পুরস্কার পেতে চলেছে।

ভারতের বানিজ্য মন্ত্রী আনন্দ শর্মা আগ্রায় বিনিয়োগকারীদের র্শীষ সম্মেলন করার অনুমতি চেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে চিঠি দিয়েছেন। তিনি তাকে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

গত ২০১১ এর নভেম্বরে হাওড়ায় একটি মিলের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী এ সম্মেলন কলকাতায় হওয়ার আশ্বাস দিয়েছিলনে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এফডিআই, পেনশন, বিমা ও ব্যাঙ্কিং ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের বিরোধিতা করায় শিল্পমহল হতাশ। কারণ এই ক্ষেত্রগুলিতেই বিদেশিরা বিনিয়োগে আগ্রহী।

২০১১তে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে এ সম্মেলন হওয়ার পরে সেখানে ৪২টি দেশ থেকে প্রায় ১৫শ’ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেই সম্মেলনে বহু চুক্তি সাক্ষরিত হয়েছিল এবং অন্ধ্রপ্রদেশে অসংখ্য বড় সংস্থা বিনিয়োগে আগ্রহী হয়েছিল। সেখানে ৩৬টি বড় বিদেশি প্রকল্প আসে।

২০০৬ সাল পর্যন্ত বহুবার এই সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে সিঙ্গুরের ক্ষত দূর না করে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপে শিল্পমহলকে দূরে ঠেলে দিয়ে একসময়ের বামেদের মতই পদক্ষেপ নিচ্ছেন বলে অর্থনীতিবিদদের মত।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।