ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নোংরামির কারণেই রেলের কাজ করা যাচ্ছে না’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নোংরা রাজনীতির কারণেই রেলের কাজ করা যাচ্ছে না। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী স্মীর রঞ্জন বর্মণের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ আনলেন রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী।



বাদল চৌধুরী সাংবাদিক ডেকে বলেন, স্মীর রঞ্জন বর্মণ সংকীর্ণ রাজনীতি করছেন। যার কারণে করা যাচ্ছে না রেলের কাজ। বাধাপ্রাপ্ত হচ্ছে দক্ষিণের মানুষের রেলে চড়ার স্বপ্ন।

২০০৭ সালের অক্টোবর মাসে আগরতলায় রেল আসে। কথা ছিল ২০১২ সালের মার্চ মাসের মধ্যে রেল পৌঁছে যাবে দক্ষিণের একেবারে শেষ প্রান্ত সাব্রুম পর্যন্ত। সেই অনুসারে কাজও শুরু হয়। কিন্তু  জমি নিয়ে সমস্যা বাঁধে বিশালগড়ে।

এই বিশালগড়ে জমি সমস্যার কারণে বারেবারে রেল রুটের পরিবর্তন করতে হয়। গত চার বছর ধরে রেলের কাজ গিয়ে থমকে আছে বিশালগড়ে।

এখানে উল্লেখ্য, বিশালগড় হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের নিজের এলাকা। এই কেন্দ্র থেকেই তিনি সাতবার জিতে বিধানসভায় গেছেন। ১৯৯১-৯৩ সালে রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সমীর বর্মণ। অবশ্য ২০০৮ সালের শেষ বিধানসভা নির্বাচনে এই বিশালগড়েই তিনি হেরে যান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।