ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের রক্তাক্ত জঙ্গলমহল, তৃণমূল কর্মী খুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১২

কলকাতা: এক বছর পর ফের মাওবাদী কায়দায় নাশকতা। এবার জঙ্গলমহলের ঝাড়গ্রামের বাধাগোড়ায় মিলল তৃণমূল কংগ্রেস কর্মীর লাশ।

নিহতের নাম গিরীশ সহিস। তার লাশের পাশ থেকে মিলেছে মাওবাদী পোস্টার।

পুলিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টায় প্রতিবেশী শ্রীনিবাস মাহাতোকে নিয়ে বাড়ির সামনে নিজের চাষের জমিতে পানি দিতে যান গিরীশ। কিছুক্ষণ পর ফিরে আসেন শ্রীনিবাস। রাত ১২টা নাগাদ হঠাৎই গুলির শব্দ শোনা যায়।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরবাইকে করে তিন দুষ্কৃতি এসে গুলি করে যায় তাকে।

গীরিশের আত্মীয়রা গিয়ে দেখেন, চাষের জমিতে পড়ে রয়েছে তার লাশ। গলায় মিলেছে গুলির ক্ষতচিহ্ন। গীরিশের লাশের পাশ থেকে মিলেছে মাওবাদী পোস্টার। তাতে সরকার বিরোধী বিবৃতি, স্পষ্ট হুঁশিয়ারি। যৌথ বাহিনী প্রত্যাহারের দাবি।

এদিকে তথ্য-প্রমাণের অভাবে মাওবাদীদের সাবেক রাজ্য সম্পাদক সৌমেন ওরফে হিমাদ্রি সেন রায়কে শুক্রবার বেকসুর খালাস করে দেন বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট।

যদিও, কৃষ্ণনগর আদালতে অন্য একটি মামলা চলায় এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না সৌমেন। অন্যদিকে ৭ মাওবাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বাঁকুড়ার একটি আদালত।

২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি বারাসতের হৃদয়পুর স্টেশন চত্ত্বর থেকে মাওবাদীর সাবেক রাজ্য সম্পাদক সৌমেন ওরফে হিমাদ্রি সেন রায়কে গ্রেফতার করে সিআইডি। রাষ্ট্রদোহিতা, অস্ত্র আইন এবং টেলিগ্রাফ আইনসহ বিভিন্ন ধারায় সৌমেনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডি।

তার বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের একটি মামলা চলায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি সৌমেন এখনই মুক্তি পাচ্ছেন না।

শুক্রবারই জঙ্গলমহলের সারেঙ্গা স্কোয়াডের সদস্য আদিত্য রাউতসহ ৭ জন মাওবাদীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন বাঁকুড়ার খাতরা মহকুমা আদালত। রাইপুর থানা এলাকায় নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০১০ সালে এদের গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।