ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের বিচার বিভাগের সর্বোচ্চ পদে বাঙালি আলতামাস কবীর

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
ভারতের বিচার বিভাগের সর্বোচ্চ পদে বাঙালি আলতামাস কবীর

নয়াদিল্লি: ভারতের সুপ্রিম কোর্টের ৩৯তম প্রধান বিচারপতি হিসাবে শনিবার শপথ নিয়েছেন কলকাতার আলতামাস কবীর।

ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান রূপে ষষ্ঠ বাঙালি প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।



৬৮ বছর বয়সী আলতামাস কবীর আগামী বছরের জুলাই মাস পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন। তিনি বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হলেন। এর তিনি আগে কলকাতা ও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন৷ ২০০৫ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন কবীর৷

১৯৪৮ সালের ১৯ জুলাই কলকাতায় জন্মেছিলেন কবীর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এলএলবি পাস করেন তিনি। আদলতে তিনি প্রথম প্রবেশ করেন ১৯৭৩ সালের ১ আগস্ট। ১৯৯০ সালের ৬ আগস্ট তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

২০০৫ সালের ১১ জানুয়ারি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে নিযুক্ত হন। পরে ২০০৫ সালের পয়লা মার্চ তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হন।

জাস্টিস কবীরের সৌজন্যেই কলকাতা হাইকোর্ট নগর দায়রা আদালতে কম্পিউটারের প্রবেশ ঘটেছিল। ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে আলতামাস কবীরের মেয়াদ শেষ হবে ২০১৩ সালের ১৮ জুলাই।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।