ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২

কলকাতা: এবারের ২০১২ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে।

 

আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

গত বছর এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান।

এবারের অনুষ্ঠানে আসার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে সম্মতিপত্র পাঠিয়েছেন বিগ বি। অমিতাভ বচ্চনের সম্মানে তার অভিনীত ছবির ‘রেট্রোস্পেকটিভ’ দেখানো হবে এবারের উৎসবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।