ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে মাওবাদী যৌথবাহিনীর সংঘর্ষে নিহত ২

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২

কলকাতা: আবার মাওবাদী কার্যকলাপে উত্তপ্ত পশ্চিমবঙ্গের জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মেটালার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন যৌথবাহিনীর ২ সিআরপিএফ সদস্য৷

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাওবাদীরা মেটালার জঙ্গলে রয়েছে৷ গোপনসূত্রে এই খবর পেয়ে, সোমবার দিবাগত রাত আড়াইটা নাগাদ তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ৷ আচমকাই জঙ্গলের ভিতর থেকে গুলি চালায় মাওবাদীরা৷ পাল্টা গুলি চালায় সিআরপিএফও৷গুলিতে নিহত হন ২ সিআরপিএফ সদস্য ৷

উল্লেখ্য, ২০১০-এ এই মেটালার জঙ্গলেই যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন মাওবাদী নেতা সিধু সোরেন।

তারপর থেকে একদা মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ওই এলাকায় বড় ধরনের নাশকতা ঘটেনি। এরপর শীর্ষ মাওনেতা কিষেণজিও যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারান।  

গোয়েন্দা সূত্রে জানা গেছে, জঙ্গলমহলে ফের মাওবাদীদের তৎপরতা শুরু হয়েছে। এবার তাদের লক্ষ্য সিপিএম নয়, এলাকার তৃণমূলের নেতা-কর্মীরা। এই ঘটনা এখন পুলিশ-প্রশাসনের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।