ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দেশকে বিক্রি করছে কংগ্রেস: দিল্লিতে মমতা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২
দেশকে বিক্রি করছে কংগ্রেস: দিল্লিতে মমতা

নয়াদিল্লি: দেশকে বিক্রি করছে কংগ্রেস। মুলায়ম সিং যাদবরা চাইলে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে তৈরি আছি।



সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে মনমোহন সিং সরকারের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করলেন।

এদিন কেন্দ্রের আর্থিক সংস্কারের প্রতিবাদে যন্তর মন্তরে তৃণমূলের অবস্থান মঞ্চে হাজির ছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র আহ্বায়ক শরদ যাদবও৷

মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হন মমতা৷ তিনি বলেন, শুধু দিল্লিতে নয় কংগ্রেসের বিরুদ্ধে এবার দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল৷ ২ নভেম্বর হরিয়ানায় মিটিং ও ১৭ নভেম্বর লখনউতে মিছিল করা হবে। মিছিল করা হবে পাটনাতেও৷ ১৯ ও ২০ নভেম্বর নয়াদিল্লিতেও ফের ৪৮ ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করবে তৃণমূল।

এদিন ধরনামঞ্চ থেকে বিভিন্ন আঞ্চলিক দলকে নিয়ে পৃথক মোর্চা তৈরির উদ্যোগও নিলেন মমতা৷  সারা দেশ জুড়ে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করবে বলেও জানালেন তিনি। এক্ষেত্রে  সমাজবাদী পার্টি নেতা মুলায়ম এবং বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক জেডি-ইউ নেতা নীতীশ কুমারকেও পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি।

এদিকে, তৃণমূলের ধরনার পাল্টা সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেসেও। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তের ব্যখ্যা দিতে সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং জনসভা করে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

এদিনই দিল্লিতে একটি দলীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত জানান, বেশ কয়েকটি সমাবেশ করে প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধী এফডিআইর সুবিধা ব্যাখ্যা করবেন।

কংগ্রেস সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রামলীলা ময়দানে জনসভা করবে কংগ্রেস। উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীসহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

এদিন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার একটি আলোচনা সভায় শর্মা বলেছেন, মানুষের ধারনা ছিল আন্তর্জাতিক খাদ্য বিপণন সংস্থাগুলি দেশি বিক্রেতাদের ক্ষতি করবে। কিন্তু তেমনটা হয়নি।

এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপি কৃষক স্বার্থের কথা না ভেবেই বিদেশি বিনিয়োগের বিরোধিতা করছে। ভারতের সর্ববৃহৎ বিরোধী দল বিদেশি বিনিয়োগ সম্পর্কে `দৈত অবস্থান` নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।