ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের শুরু হল মৈত্রীর সফর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২

আগরতলা(ত্রিপুরা): সোমবার থেকে আবার শুরু হল ‘মৈত্রী’র সফর। দশ দিন পর আগরতলার আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মৈত্রী।



ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের এক কর্মকর্তা জানিয়েছেন, বাসে ভালো সংখ্যায় যাত্রী ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশের নরসিংদী এলাকায় এক দল জনতা আগুন ধরিয়ে দিয়েছিল মৈত্রীর গায়ে। অল্পের জন্য বেঁচে যান তার ভেতরে থাকা যাত্রীরা। কিন্তু জ্বলে পুড়ে কালো হয়ে যায় মৈত্রীর দুধ সাদা শরীর। মৈত্রীর গায়ে এ আগুন লাগানোর ঘটনায় প্রভাব পড়ে ঢাকা আগরতলা বাস সার্ভিসের ওপর। গত দশ দিন ধরে যাত্রী নিয়ে আসা-যাওয়া করেনি মৈত্রী।

ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন(টিআরটিসি) ঢাকা–আগরতলার মধ্যে মৈত্রী নামে বাসটি চালায়। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক কর্মকর্তা ওই অগ্নিসংযোগের ঘটনার পর জানিয়েছিলেন, ৭ থেকে ১০ দিন মৈত্রী চলবে না। শেষ পর্যন্ত দশ দিন পরই সোমবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল মৈত্রী।

ঢাকা-আগরতলা রুটে সপ্তাহের তিন দিন অর্থাৎ সোম, বুধ, শুক্র আগরতলা থেকে ছাড়ে মৈত্রী। আর রোববার বাদে বাকি তিন দিন আগরতলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশের শ্যামলী পরিবহনের বাস।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।