ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য ভাড়া না বাড়ালে ফের বাস ধর্মঘট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২

কলকাতা: আগামী ৯ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে ফের অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলো জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।

সোমবার কলকাতায় রাজ্য বেসরকারি বাস মালিকদের এই সংগঠনের বৈঠক হয়েছে।



সংগঠনের পক্ষে সাধন দাস বলেন, “ভাড়া বাড়ানো ছাড়া বাস চালানোর দ্বিতীয় কোনো উপায় আমাদের কাছে নেই। একথা রাজ্য সরকারকে বহুবার বোঝানো হয়েছে। রাজ্য সরকারের তরফে মালিকদের ভাড়া বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। প্রায় ১০দিন অতিক্রম হয়ে যাওয়ার পরও সরকার নিশ্চুপ হয়ে রয়েছে। ”

তিনি বলেন, “পরিবহনমন্ত্রীর মৌখিক অনুরোধে আমরা ১৯ সেপ্টেম্বর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। পরিবহনমন্ত্রী মদন মিত্র ৮ অক্টোবর বাস মালিকদের সঙ্গে বৈঠকের সময় দিয়েছেন। ৮ অক্টোবর জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা পরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে ভাড়া বাড়ানোর জন্য সরকারের ইতিবাচক সাড়া না পেলে আগামী ৯ই অক্টোবর থেকে রাজ্যে বেসরকারে বাস চলবে না। ”

তিনি আরও বলেন, “রাজ্যে সংগঠনের অধীনে ৩৪ হাজার বাস রয়েছে। এইসব বাসই ধর্মঘটের পথে যাবে। গত দেড় বছর ধরে পরিবহনমন্ত্রীর সঙ্গে অনেক বৈঠক হয়েছে। এই সময়ের মধ্যে বহুবার ডিজেলের দাম বেড়েছে। সম্প্রতি লিটার-পিছু ৫ রুপি বেড়েছে। রাজ্য সরকার বেসরকারি পরিবহন ব্যবস্থা সচল রাখতে সদিচ্ছা দেখাচ্ছে না। ফলে আগামী ৯ অক্টোবর থেকে ধর্মঘটের পথে যেতে বাধ্য হতে হচ্ছে। ”

এদিকে, এদিন মহাকরণে পরিবহনমন্ত্রী মদন মিত্র বলেন, “আন্দোলন করলে ভাড়া বাড়বে না। বাস, মিনিবাস এবং ট্যাক্সির আন্দোলনের পেছনে সিপিএম রয়েছে। ”

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।