ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গান্ধীজির ১৪৩তম জন্মদিনে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২
গান্ধীজির ১৪৩তম জন্মদিনে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নয়াদিল্লি: ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৩তম জন্মদিনে রাজঘাটে গান্ধীজির সমাধিতে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এদিন শ্রদ্ধা জানাতে উপস্থিত হন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি।

তারা ফুল দিয়ে গান্ধীজির সমাধীতে শ্রদ্ধা জানান।

এছাড়া রাজঘাটে যান স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডে, প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি এবং দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত। এই দিনটিকে স্মরণ করতে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়। গান্ধীজির প্রিয় গান ও শ্লোকগুলি সেখানে গাওয়া হয়।

ভারতের সর্বত্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।