ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুজরাটে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ সোনিয়ার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২
গুজরাটে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ সোনিয়ার

নয়াদিল্লি: গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

বুধবার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজকোটে দলীয় সমাবেশে তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বললেন, “গুজরাটে উন্নয়নের কাজ নিয়ে অগ্রগতি হয়নি।

গুজরাটে দরিদ্ররা অধিকার চাইলে তাদের ওপর গুলি চালানো হয়। কেন্দ্র সরকার কৃষকদের জন্য প্রকল্প গ্রহণ করলেও সেগুলি গুজরাটের কৃষকদের কাছে পৌঁছায় না। ”
 
সোনিয়া বলেছেন, “বিজেপি দুর্নীতির বিরুদ্ধে নয়, তাদের একমাত্র লক্ষ্য কংগ্রেস। ”

এদিন ভারতীয় সংসদে লোকপাল বিল পাশ না হওয়ার জন্য বিজেপিকে দায়ী করেছেন তিনি ৷ এর পাশাপাশি খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অনুমোদন নিয়ে এই প্রথম প্রকাশ্যে বলেন কংগ্রেস সভানেত্রী।

ডিজেলের মূল্যবৃদ্ধি, ভর্তুকিতে রান্নার গ্যাস সিলিন্ডারের সংখ্যা বেঁধে দেওয়া এবং এফডিআইর মতো আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের পক্ষে সওয়াল করেন সোনিয়া।

তিনি বলেন, “কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারেন এবং ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারেন, সে কারণেই খুচরোয় বিদেশি বিনিয়োগ দরকার। ”

একইসঙ্গে তিনি বলেছেন, “এফডিআই-তে ছাত্রপত্র দেওয়া রাজ্যগুলির এক্তিয়ারভুক্ত। এনিয়ে এতো হাঙ্গামা কীসের? কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে বছরে অতিরিক্ত তিনটি সিলিন্ডার ভর্তুকিতে মিলছে। তাহলে গুজরাট সরকার তা দিচ্ছে না কেন?”

তার বিদেশ সফর নিয়ে ব্যয় সম্পর্কে নরেন্দ্র মোদি যে অভিযোগ তুলেছেন, এদিন সরাসরি তার জবাব এড়িয়ে গিয়ে বলেছেন, কোনোরকম ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে তিনি উদ্বিগ্ন নন।

তিনি বলেছেন, “যখনই আমরা দেশের স্বার্থে পদক্ষেপ গ্রহণ করি তখনই আমাদের ওপর সবধরনের আক্রমণ নেমে আসে। এনিয়ে আমরা কখনই উদ্বিগ্ন ছিলাম না,ভবিষ্যতেও হব না। কংগ্রেসের নেতৃত্বেই এক নতুন গুজরাট গড়ে উঠবে। ”

বাংলাদেশ সময়: ১৭৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।