ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে নম্বর কেলেঙ্কারি: শিক্ষা সংসদ সচিবের বদলি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যে সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘চব্বিশ ঘণ্টা’র সংবাদের জের ধরে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব গৌতম বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ দিল শিক্ষা দফতর।

তার পরিবর্তে সংসদের নতুন সচিব হতে চলেছেন চন্দননগর গভর্মেন্ট কলেজের অধ্যাপক অচিন্ত্য কুমার পাল।

 

বুধবার সেই নির্দেশ পাঠানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে। তবে নির্দেশে সচিবকে সরানোর কারণ হিসেবে কিছুই উল্লেখ করা হয়নি।

কিছুদিন আগে নিয়ম ভেঙে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে সচিবের বিরুদ্ধে। যার জের ধরে মেয়াদ শেষ হওয়ার আগেই অভিযুক্ত সচিবকে সরানো হল বলে মনে করা হচ্ছে। নিয়ম ভেঙে তিনি যে একাজ করেছেন তদন্তের সময় সে কথা স্বীকারও করে নেন অভিযুক্ত সচিব।

২৭ সেপ্টেম্বর জারি করা অর্ডারে অভিযুক্ত সচিবকে সরানোর নির্দেশ দেয় শিক্ষা দফতর।

তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, তার ছেলে একাদশ শ্রেণিতে পড়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।