ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুজরাট ও হিমাচলপ্রদেশের বিধানসভার ভোটের দিন ঘোষণা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২

নয়াদিল্লি: ভারতের গুজরাট ও হিমাচলপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন বুধবার ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী কমিশনার ভিএস সম্পথ।

এদিন দিল্লিতে সম্পথ বলেন, ডিসেম্বরের ১৩ ও ১৭ তারিখ দু`দফায় গুজরাটে নির্বাচন হবে।

অন্যদিকে, ৪ নভেম্বর নির্বাচন হবে হিমাচলে। ২০ ডিসেম্বর দুই রাজ্যেই ভোট গণনা হবে।

উল্লেখ্য, গুজরাটে নরেন্দ্র মোদি সরকারের কার্যসীমা শেষ হচ্ছে ২০১৩-র ১৭ জানুয়ারি, ওদিকে হিমাচল সরকারের কার্যকালের শেষ দিন ১০ জানুয়ারি।

এ মুহূর্তে গুজরাট ও হিমাচলে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। এবারে গুজরাটের ১৮২টি বিধানসভা আসনে নির্বাচন হবে, যার মধ্যে ১৩ টি আসন তফশীলি জাতি ও ২৭টি আসন তফশীলি উপজাতিদের জন্য সংরক্ষিত করা হয়েছে।  

হিমাচলের ৬৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৭ ও তিনটি আসন যথাক্রমে তফশীলি জাতি ও তফশীলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।