ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্গাপুজোর ৪দিন গ্রামের বাড়িতে থাকবেন প্রণব মুখার্জি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

কলকাতা: প্রতি বছরের মতো এবারও রুটিন বদল না করে দুর্গাপুজোর ৪দিন গ্রামের বাড়িতেই থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বীরভূম জেলার কীর্ণাহারের মীরাটি গ্রামের ব্রাহ্মণ প্রণব মুখার্জিকে এবারও চণ্ডীপাঠ করতে দেখা যাবে নিজ বাড়ির দুর্গাপুজোয়।



এরই মধ্যেই ওই বাড়িতে নতুন মন্দির তৈরি হয়েছে৷ বাড়ানো হয়েছে মন্দিরের পরিসর৷ জোরকদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ ৷

প্রতিবার পুজোর সময় যে পথ দিয়ে নদীতে নব-পত্রিকা স্নান করাতে যেতেন তিনি, এবার নিরাপত্তার খাতিরে সেই পথ বদল হয়েছে৷ নদীতে নতুন ঘাট তৈরি হচ্ছে ৷

এরই মধ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ব্যস্ততার মধ্যেও পুরো বিষয়টি তদারকি করছেন প্রণব-পুত্র অভিজিত্‍ মুখার্জি৷

তিনি জানিয়েছেন, পুজোর ৪দিন, মীরাটির গ্রামের বাড়িতেই থাকবেন রাষ্ট্রপতি৷ প্রতিবারের মতোই এবার নিজ হাতেই পুজো করবেন৷

প্রশাসনিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লি থেকে কলকাতায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে আসবেন তিনি। এরপর হেলিকপ্টারে যাবেন গ্রামের বাড়ি।

প্রতি বছরই গ্রামের বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসেন বহু মানুষ৷ তবে এবছর এই দর্শনের রাশ কিছুটা টানা হবে ৷ সবকিছুই রাষ্ট্রপতির প্রোটোকল মেনেই হবে।

এদিকে, প্রণববাবুর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার মীরাটিতে যায় রাষ্ট্রপতির সচিবালয়ের ৩ সদস্যের প্রতিনিধিদল ৷ কোথায় হেলিপ্যাড করা হবে। সে ব্যাপারে বোলপুরে মহকুমা শাসকের দফতরে জেলাশাসক ও পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা৷


বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।